৫৭ বছর পর বার্নলির কাছে হারল ম্যান ইউ

0
72

বাংলা খবর ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা যেনো বেশ ভূতুড়েভাবেই কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বড় দলগুলোর বিপক্ষে দারুণ লড়াই করলেও, তুলনামূলক ছোট দলগুলোর সঙ্গে গলদঘর্ম অবস্থা হচ্ছে ওলে গানার সোলশারের শিষ্যদের।

বুধবার রাতে ম্যান ইউ হেরে গেছে অবনমন অঞ্চলে আশপাশে থাকা বার্নলি এফসির কাছে।ম্যান ইউর মাঠে খেলতে এসে প্রায় ৫৭ বছর পর জয় নিয়ে বাড়ি ফিরলো বার্নলি। শীর্ষ লিগে ১৯৬২ সালে সবশেষ ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছিল তারা। দুই অর্ধে দুই গোল করে তাদের জয়ের ব্যবধানটাও ২-০।

পুরো ম্যাচের সকল পরিসংখ্যানে আধিপত্য বিস্তার করেছে ইউনাইটেডই। প্রায় ৭৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে ২৪ বার প্রতিপক্ষের গোলমুখে শট করেছিল তারা। এর মধ্যে ৭টি আবার ছিলো লক্ষ্য বরাবর। কিন্তু গোল হয়নি কোনোটিতেই।

অন্যদিকে পুরো ম্যাচে লক্ষ্য বরাবর মাত্র ২টি শট নিয়ে, দুইটিতেই সফল বার্নলি। যার প্রথমটি ছিলো ম্যাচে ৩৯ মিনিটে। ডি-বক্সের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন বার্নলির ফরোয়ার্ড ক্রিস উড।

বারবার গোল মিসের হতাশায় পর্যদুস্ত হওয়া ইউনাইটেডের গ্লানি আরও বেড়ে যায় দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটের সময় বার্নলির জয় রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করলে। এ দুই গোলের সুবাদেই প্রায় ৫৭ বছর পর ম্যান ইউর মাঠ থেকে জয় পেয়েছে বার্নলি।

টানা দ্বিতীয় পরাজয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান নড়বড়ে করে ফেলেছে ইউনাইটেড। ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বার্নলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here