রোহিঙ্গাদের সুরক্ষা দিতে হবে: আইসিজে

0
73

বাংলা খবর ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ রোহিঙ্গাদের সুরক্ষা দেয়ার আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি নেদারল্যান্ডসের হেগে স্থাপিত আইসিজেতে অন্তর্বর্তীকালীন আদেশ দেয়ার আগে মামলার পর্যবেক্ষণ তুলে ধরেন।

আইসিজে প্রেসিডেন্ট বলেছেন, রোহিঙ্গা গণহত্যার দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না। মামলার পর্যবেক্ষণে আরো বলা হয়, গাম্বিয়ার করা মামলার শুনানিতে অসহযোগিতা করেছে মিয়ানমার। তারা গণহত্যার বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য দেয়নি।

রায় ঘোষণায় আরো বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোগত যে সহিংসতা চালানো হয়েছে তার দায় নিতে হবে মিয়ানমারকে। রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের কারণেই প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা। গণহত্যার ঘটনায় দায়ী সেনাদের বিচারের আওতায় আনতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here