নগরবাসীর নিকট ক্ষমা প্রার্থীনা করেছেন আতিক

0
420

বাংলা খবর ডেস্ক: নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অনাকাঙ্ক্ষিত সমস্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তার নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নির্বাচনী দলের সবার পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন।

এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনী প্রচারে শব্দযন্ত্রের ব্যবহার, প্রচার দপ্তরে বিপুল মানুষের জনসমাগমে নাগরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে।

‘ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে, আমি, মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম, আপনার এলাকায় আমাদের নির্বাচনী দপ্তর স্থাপন করেছি।’

তিনি বলেন, প্রতিদিন প্রচুর দলীয় নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী আমাদের এই দপ্তরে আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য অনেক সময় আমাকে শব্দযন্ত্রের ব্যবহার করতে হচ্ছে।

সাবেক এই মেয়র বলেন, বিপুল পরিমাণে জনসমাগম এবং শব্দের কারণে আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমি এবং আমার নির্বাচনী দলের সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here