দুই ঘরানার দুই সিনেমায় তানভীর

0
184

বাংলা খবর ডেস্ক: দরুল আনাম সৌদের চলচ্চিত্র ‘গহীন বালুচর’-এর নায়ক হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু আবু হুরায়রা তানভীরের। এরপর আর চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। তবে নিয়মিত কাজ করছেন টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে। কিন্তু কথায় আছে, ‘ফিল্মের ডাল একবার যার পেটে যায়, সে কোনোদিন তার স্বাদ ভুলতে পারে না।’ তানভীরের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি টিভিতে কাজ করলেও অপেক্ষায় ছিলেন ভালো চলচ্চিত্রের। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। তানভীর চুক্তিবদ্ধ হয়েছেন নতুন চলচ্চিত্রে। একটি নয়, দুটি চলচ্চিত্রের খবর দিলেন তিনি। তিনি অভিনয় শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’-এর। তবে এতদিন এ নিয়ে কিছুই বলেননি তানভীর। এখনো এ সিনেমা নিয়ে বেশিকিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তানভীর শুধু এটুকু বললেন, ‘সিনেমার পরিচালক চাননি আমার নাম প্রথমেই সবাইকে জানাতে। তাই আমি নিজ থেকে কাউকে কিছু বলিনি। এখনো আমি এ নিয়ে তেমন কিছু বলতে পারব না। শুধু এটুকু বলব, এটি সরকারি অনুদানে নির্মিত একটি চলচ্চিত্র। সিনেমাটিতে আর্ট ও কমার্শিয়াল এলিমেন্ট, দুটোই রয়েছে। মানুষ পছন্দ করবেন বলে আমার বিশ্বাস। এতে আর অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। পুবাইল, কালিয়াকৈর, বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শ্যুটিং হচ্ছে। এরইমধ্যে ছবির বেশিরভাগ অংশের দৃশ্যধারণ শেষ। ‘রাত জাগা ফুল’ সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির।’ এ সিনেমার কাজ শেষ হলেও নতুন আরেক সিনেমার কাজ তিনি শুরু করবেন আগামী ১০ তারিখ থেকে। এ সিনেমার নাম ‘আকবর’। এটি মডেল ও অভিনেতা ইমন প্রযোজিত প্রথম চলচ্চিত্র। এতে আরও আছেন জনপ্রিয় চিত্রনায়িকা ববি। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। তানভীর জানান, এ ছবিতে তিনি গত ২৭ জানুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন। গ্যাং কালচার, সাসপেন্সে ভরপুর এই সিনেমার গল্প। তার চরিত্রেও বৈচিত্র্য রয়েছে।

‘আকবর’-এর মাধ্যমে পূর্ণাঙ্গ বাণিজ্যিক সিনেমায় কাজ শুরু করছেন তানভীর। নতুন ধরনের চলচ্চিত্রে নিজেকে দেখার বিষয়ে তিনি বলেন, ‘আমি প্রথম থেকেই বলে আসছি আমি অভিনেতা হতে চাই। তাই আমার কাছে সিনেমার ধরন কোনো বিষয় নয়। এমনকি সিনেমার চরিত্র হিরোর নাকি ভিলেনের তাও আমাকে ভাবায় না। আমি শুধু দেখি সিনেমাটির গল্প ভালো কি না। যে চরিত্রটিতে কাজ করব তা আমার কাছে মজার মনে হলে তার ব্যাপ্তি কতটুকু তা নিয়েও ভাবি না। গল্পে চরিত্রটির গুরুত্ব থাকলেই হলো। আকবর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি এই ভাবনা থেকেই। এ সিনেমায় আমি নায়ক না, বলতে পারেন ভিলেন। নিজেকে নতুন ধরনের চরিত্রে প্রমাণ করার সুযোগ পেয়ে আমি পরিচালকের কাছে কৃতজ্ঞ।’

এদিকে, গতকালই টেস্টিট্রিটের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তানভীর অভিনীত শর্টফিল্ম ‘বীজ তত্ত’। এটি নির্মাণ করেছেন সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস। তার সহশিল্পী হিসেবে আছেন সায়রা ও লুৎফর রহমান জর্জ। তানভীর বলেন, ‘এটি মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত। গল্পটি রোমান্টিক কমেডি ধাঁচের। আশা করছি দর্শক উপভোগ করবেন। ইচ্ছে ছিল ভালোবাসা দিবসের আরও নাটক করার। কিন্তু সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকায় কোনো নাটকই করতে পারিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here