বাইডেন প্রশাসনে আরও ২ বাংলাদেশি

0
67

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে যুক্ত হয়েছেন আরো দুই জন বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক। এর মধ্যে একজনের নাম ফারাহ আহমদ। তিনি গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) অধীনে পল্লি উন্নয়ন সচিবালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি জাস্টিন ম্যাক্সনের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমদ এবং ড. ফেরদৌস আহমদের মেয়ে ফারাহ বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনি। এর আগেও ইউএসডিএতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সাম্প্রতিককালে তিনি কনজুমার এডুকেশন কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজুমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর সিনিয়র অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাইডেন প্রশাসনে নিয়োগ পাওয়া আরেক বাংলাদেশি বংশোদ্ভূত হলেন রুমানা আহমেদ। রুমানা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়েও হোয়াইট হাউজে কাজ করেছেন। এর আগে বাইডেনের টিমে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভুত জায়ান সিদ্দিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here