বড় জয়ে শীর্ষে ম্যান সিটি

0
397

বাংলা খবর ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে বড় জয় পেলো ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রমউইচ আলবেনিওনকে ৫-০ গোলের ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। আর এই জয় দিয়ে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে সিটিজেনরা। ম্যান সিটির পক্ষে দুটি গোল করেন ইয়াকি গুন্দোয়ান। একটি করে গোল করেন জাও ক্যানসেলো, রিয়াদ মাহারেজ এবং রাহিম স্টার্লিং।
ব্রমউইচের মাঠে গোল উৎসবের শুরুটা করেন গুন্দোয়ান। ম্যাচের ষষ্ঠ মিনিটে জাও ক্যানসেলোর ক্রস ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে বল জালে পাঠান এই জার্মান মিডফিল্ডার। ২০তম মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্ট থেকে সিটির লিড দ্বিগুণ করেন ক্যানসেলো। প্রথমে অফসাইডের শঙ্কা থাকলেও ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান রেফারি।
৩০তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলীয় তৃতীয় গোলটি করেন গুন্দোয়ান।
শেষ আট ম্যাচে এটি তার সপ্তম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরলাইন ৪-০ করেন রিয়াদ মাহারেজ। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭ মিনিটে ওয়েস্ট ব্রমের জালে পঞ্চমবারের মতো বল জড়ান রাহিম স্টার্লিং।
প্রিমিয়ার লীগে নিজেদের ১৯তম ম্যাচে ওয়েস্ট ব্রমের আতিথ্য নেয়ার আগে ১৮ ম্যাচে ১১ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছিল ম্যান সিটি। আর সিটিজেনদের থেকে এক ম্যাচ বেশি খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে ছিল শীর্ষে। অর্থাৎ এক ম্যাচ কম খেলা সিটিকে শীর্ষস্থান দখল করতে ওয়েস্ট ব্রমকে হারাতেই হতো।
প্রিমিয়ার লীগের চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১২জয়, পাঁচ ড্র ও দুটি হারের স্বাদ পেয়েছে সিটি। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে লেস্টার সিটি। আর ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here