একুশে গ্রন্থমেলায় ‘ভ্রমণগদ্য’র পাঠ উন্মোচন

0
353

বাংলা খবর ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে শনিবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত ‘ভ্রমণগদ্য’ এর পাঠ উন্মোচন করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী ও প্রথিতযশা ভ্রামণিক এবং ভ্রমণ-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আন্টার্কটিকা ভ্রমণখ্যাত ইনাম আল হক, নেপাল দূতাবাসের চিফ অব দ্য মিশন- ভ্রমণপ্রিয় মি. ধন বাহাদুর ওলি, শিল্পী ও ভ্রামণিক সৈয়দ লুৎফুল হক, হেরিটেজ ট্রাভেলারখ্যাত এলিজা বিনতে এলাহী, ভ্রমণপিয়াসী রবিউল ইসলাম, ভ্রমণকন্যা ভ্রমণগ্রূপের অন্যতম নেত্রী সিলভি রহমান প্রমুখ।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মাহমুদ হাফিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইকেল পরিব্রাজক আশরাফুজ্জামান উজ্জ্বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here