সুপারমুন দেখা যাবে আজ

0
460

নিউজ ডেস্ক: বছরের শুরুতেই সুপারমুন দেখতে পাবে গোটা বিশ্ব। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহেই দেখা যাবে এই সুপারমুন। কাজেই তৈরি রাখুন টেলিস্কোপ। নাসার তথ্যমতে, শুক্রবার থেকেই আকাশে দেখা যাচ্ছে উজ্জ্বল ও বড় আকারের চাঁদ। সুপারমুন পূর্ণ আকার ধারণ করবে রবিবার। ওই দিনই দুপুরের দিকে সম্পূর্ণ দেখা যাবে সুপার মুন।

যদিও তখন সূর্যের আলোর কারণে এই চাঁদ দেখা যাবে না। সে কারণে বেশ কিছু অনলাইন ওয়েবসাইটের লাইভ স্ট্রিমিং-এ সুপার মুন দেখতে পারেন। irtual Telescope Project 2.0- দেখা যাবে লাইভ।

পৃথিবীর একেবারে কাছে চাঁদের কক্ষপথ চলে এলে সেই পূর্ণিমার চাঁদ হয়ে ওঠে সুপারমুন। কেউ যদি এই মাসের সুপারমুন দেখা মিস করে যান, তাহলে আগামী মাসের ৯ মার্চ ফের দেখতে পাবেন সুপারমুন। এরপর ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারিতে আবার সুপারমুন দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here