সাতক্ষীরায় বোমাবাজি মামলায় ১৪ আসামি যশোরে গ্রেফতার

0
134

নিউজ ডেস্ক: সাতক্ষীরা জেলায় বোমাবাজি করে ঘের দখলচেষ্টা মামলার ১৪ আসামিকে আটক করেছে যশোর ও সাতক্ষীরা পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে যশোর শহরের পুরাতন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের গোলাম রসুল (৫৬) একই গ্রামের মোহাম্মদ তৌহিদ(৩৮) মোহাম্মদ রাব্বি (২৫) হিমো(২৪) আনারুল ইসলাম(৪৮) সিরাজুল ইসলাম (৪৯) আব্দুস সালাম (৪৫) মোস্তাকিম মোল্লা (২৪) আব্দুল করিম (৫২) মোস্তাকিম হোসেন(২৫) সাইফুল ইসলাম (৪২) সুজন (২০) নূর ইসলাম মোল্লা (৪৮) ও মোহাম্মদ নূরুজ্জামান (৪৮)।

সাতক্ষীরা সদর থানার এস আই হাসানুজ্জামান বলেন, ‘চলতি বছরের ২৯ জানুয়ারি সাতক্ষীরা জেলার গদাইপুর গ্রামের মঞ্জুর ইসলামের ঘের দখল করতে যায় আটককৃতরা। এসময় তারা অসংখ্য বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এসময় ঘের মালিক মঞ্জুরুল ইসলামসহ তার ঘের কর্মচারীদের ব্যাপক মারপিট করা হয়। বিষয়টি সাতক্ষীরা জেলায় আলোচনায় আসে। এ ব্যাপারে ঘের মালিক মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় চাঁদাবাজি, বিস্ফোরণ ও ঘের দখলের অভিযোগ এনে মামলা (১/০১,০২,২০২০) করেন। আটককৃতরা ওই মামলার এজাহার নামীয় আসামি।’

তিনি আরও জানান, ‘পুলিশের কাছে গোপন খবর ছিল এই ১৪ জন আসামি যশোর মনিহার পুরাতন বাসটার্মিনাল এলাকা দিয়ে বাসে করে পালিয়ে যাবে। এ সময় সাতক্ষীরা জেলা পুলিশ যশোর জেলা পুলিশের সহযোগিতা চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) গোলাম রব্বানী স্যারের তত্বাবধানে কোতয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান স্যার নিজে সাথে থেকে আমাদের অভিযানে নেতৃত্ব দেন এবং তাদের আটক করতে সক্ষম হই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here