বাংলাদেশের বিশ্বকাপ জয়

0
323

বাংলা খবর ডেস্ক: উত্তেজনাকর, উন্মাদনাময় ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। ১৭০ রানে ৩ উইকেট হাতে রেখেই ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে ভালো করলেও ২০তম ওভারের পর মারাত্মক চাপে পড়ে যায় বাংলাদেশ।

এর আগে রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয়ে যায় ভারত।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।

ভারতীয় একাদশ: যশভি জয়সওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here