দিল্লির মসনদে ফের কেজরিওয়াল

0
74

দিল্লির বিধানসভা নির্বাচনে আবারও জয়ী হয়ে মসনদে ফিরছেন কেজরিওয়াল। ভোটের প্রাথমিক ফলাফলে কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) ৫৮ আসনে জয়ী হয়েছে এবং বিজেপির হাতে আছে মাত্র ১২ আসন। অপরদিকে, কংগ্রেস এবং অন্যান্য দল একটি আসনেও জয়ী হতে পারেনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছে আম আদমি পার্টি। মঙ্গলবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল কেজরিওয়ালের দল। বেলা যত গড়িয়েছে ভোটের ব্যবধানও তত বাড়তে শুরু করে। ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকার খবর প্রকাশ হতেই দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করেছেন উচ্ছ্বসিত দলীয় কর্মী ও সমর্থকরা।

ভোটের পর সব বুথফেরত সমীক্ষার ফলাফলই এটা নিশ্চিত করেছে যে, এবারও জয়ী হয়ে ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এবারও আপ কাঙ্ক্ষিত আসনে জয়ী হওয়ায় হ্যাটট্রিক করছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মসনদে বসতে ৩৬ আসনে জয়ী হওয়া প্রয়োজন ছিল। ইতোমধ্যেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আম আদমি পার্টি। তবে ২০১৫ সালের বিধানসভা ভোটে আম আদমি ৬৭ আসনে জয়ী হয়। এবার গতবারের চেয়ে তারা কম আসনে জয়ী হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষণা হওয়ার কথা। ২১টি গণনাকেন্দ্রে ভোটগণনা হচ্ছে। গত শনিবার বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়। ভোট পড়েছে ৬২ দশমিক ৫৯ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here