প্রায় দেড় দশক পর হোয়াইট ওয়াশ হলো ভারত

0
309

বাংলা খবর ডেস্ক: প্রায় দেড় দশক পর হোয়াইট ওয়াশ হলো ভারত। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ৫ উইকেটে হারালো নিউজিল্যান্ড। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ২৯৬ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে গাপ্টিল, নিকোলস, গ্র্যান্ডহোমের ফিফটিতে ১৭ বল আগেই নিশ্চিত হয় কিউইদের জয়। ম্যাচ সেরা নিকোলস ও সিরিজ সেরা হয়েছেন রস টেইলর।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানেই আউট হন মায়াঙ্ক আগারওয়াল। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৯ রান। পৃথ্বী শ’ও টিকতে পারেন নি বেশীক্ষণ। ৪র্থ উইকেটে ১০০ রান যোগ করেন শ্রেয়াস আইয়্যার ও লোকেশ রাহুল জুটি। শ্রেয়াস ৬২ রানে আউট হলেও, ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। ভারত পায় ২৯৬ রানের সংগ্রহ।

জবাব দিতে নেমে আগ্রাসী সূচনা করেন দুই কিউই ওপেনার মার্টিন গাপ্টিল ও হেনরি নিকোলস। ওপেনিংয়ে ১০৬ রান যোগ করেন তারা। গাপ্টিল ৬৬ রান করেন। উইলিয়ামসন-টেইলররা ইনিংস বড় করতে পারেন নি। তবে শক্তহাতে দলের ইনিংস টেনে নেন নিকোলস। ৮০ রান কোরে ঠাকুরের বলে আউট হন তিনি। ৬ষ্ঠ উইকেটে গ্র্যান্ডহোমের ২৮ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের।

সবশেষে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে হেরেছিলো ভারত। আর তিন ম্যাচ সিরিজে ৩-০’তে তারা শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছিলো ১৯৯৭ সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here