তুষির পালে নতুন ‘হাওয়া’

0
406

বাংলা খবর ডেস্ক: লাক্স সুপারস্টার প্রতিযোগিতা থেকে শোবিজে পা রাখেন নাজিফা তুষি। এই প্রতিযোগিতা মানেই চোখধাঁধানো গ্ল্যামারের হাতছানি। তুষি এতদিন যে কাজগুলো করেছেন তার প্রতিটিতেই ছিল সেই গ্ল্যামারের ছোঁয়া। হোক সেটা প্রথম ও একমাত্র চলচ্চিত্র ‘আইসক্রিম’, কিংবা তার করা টিভিসি বা মিউজিক ভিডিও। তবে এখন বদলে গেছেন তুষি। তার পালে লেগেছে নতুন ‘হাওয়া’। ‘হাওয়া’ তার দ্বিতীয় চলচ্চিত্র। এতে দেখা যাবে একেবারেই নতুন এক তুষিকে। এ সিনেমায় তার চরিত্রে নেই কোনো গ্ল্যামার। ছোটপর্দার গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র এটি। এতে তুষির সহশিল্পী চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ।

শুধু মেকআপবিহীন অভিনয় করেছেন বলেই যে তুষি বদলে গেছেন, এমনটি নয়। তুষি এখন অভিনয় নিয়ে ভাবেনও আলাদা করে। তার চিন্তা, মনন ও ভাবনার জায়গায় পরিবর্তন এসেছে এ সিনেমা করতে গিয়ে। শোনা যাক তার মুখেই, ‘সিনেমাটিতে কাজ করার পর থেকে আমাকে বলতে হয়নি কিছুই। সবাই নিজ থেকে আমাকে বলছে যে আমি খুব ভাগ্যবতী। তাই এমন একটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছি। আমি অবশ্যই এটা স্বীকার করি। কিন্তু সুযোগটি শতভাগ কাজে লাগাতে আমি অনেক কষ্ট করেছি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই জানেন শোবিজ অঙ্গনের মানুষের লাইফস্টাইল কেমন? তা মেইনটেইন করতে নির্দিষ্ট আয় দরকার হয়। টেলিভিশন নাটক করলে সহজেই তা পাওয়া যায়। কিন্তু আমি শুধু ভালো সিনেমা করব বলেই দীর্ঘ সময় ধৈর্য ধরেছি। কোনোদিন নাটকে অভিনয় করিনি।’

নিজের মধ্যে অভিনয় নিয়ে ভাবনার যে পরিবর্তন এসেছে তা কীভাবে সম্ভব হলো? জানতে চাইলে তুষি বলেন, ‘হাওয়া’র শ্যুটিংয়ের আগে আমরা অনেক দিন ধরে রিহার্সেল করেছি। সেটি করতে গিয়েই মূলত আমি একটু হলেও বুঝেছি অভিনয় কী? এতে কী পরিমাণ পরিশ্রম দিতে হয়। মেথড অ্যাক্টিং কী সেটাও আমি জেনেছি।’

তিনি আরও বলেন, ‘আমি শহরে মানুষ হয়েছি। আর এ সিনেমায় করেছি একেবারে গ্রামের একটি মেয়ের চরিত্র। সেই চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলতে অনেক বেগ পেতে হয়েছে। গ্রামের মেয়েরা কীভাবে হাঁটে, কথা বলে, তাকায়, প্রশ্নের প্রেক্ষিতে উত্তর কীভাবে দেয় এসব আমাকে লক্ষ করতে হয়েছে। এসব প্রস্তুতির পর যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি তখন শ্যুটিং আর শ্যুটিং মনে হয়নি। মনে হয়েছে এটাই তো জীবন, আমি একটি গ্রামের মেয়ের জীবনই যাপন করছি। এই অভিজ্ঞতা আমি সব সময় পেতে চাই। এজন্য সিনেমা শেষ করে প্রাচ্যনাটের অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়েছি।’

তবে এ সিনেমায় তুষি কী ধরনের চরিত্র করছেন তা এখনই বলতে রাজি নন। শুধু এটুকু বললেন, ‘সিনেমায় আমার চরিত্রটি মানুষের নয়। এই বিষয়টি ফুটিয়ে তোলা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। কী কী অভিজ্ঞতা হয়েছে তা নিয়ে আমি অনেক কথা বলতে চাই। কিন্তু এখনই সময় আসেনি। পরিচালকের নিষেধাজ্ঞা রয়েছে এ ব্যাপারে কথা বলতে। সিনেমাটি এ বছরই বড়পর্দায় আসবে। সময় বুঝে পরিচালকের মত নিয়েই আমি বিস্তারিত বলব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here