নারী ফুটবল লিগ শুরু ২২ ফেব্রুয়ারি

0
602

বাংলা খবর ডেস্ক: আগামী ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বহুল কাঙ্ক্ষিত নারী ফুটবল লিগ। তবে এর আগেই অভ্যন্তরীণ কোন্দলে বাদ দেয়া হয়েছে নিবন্ধন করা সুনামগঞ্জের স্বপ্নচূড়া আক্কেলপুর ফুটবল একাডেমীকে।

পুনরায় ফেডারেশনে আবেদনের পরেও, লিগ শুরুর আগে বাফুফের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ স্বপ্নচূড়ার সাধারণ সম্পাদক কায়সার হামিদ। হুমকি দিয়েছেন ফেডারেশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবার। এদিকে, বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বাফুফে।

ফুটবলে অনিয়ম আর অব্যবস্থাপনার অনেক অভিযোগ হরহামেশা শোনা যায়। বহুল কাঙ্ক্ষিত নারী ফুটবল লিগ নিয়ে যেনো নাটকের শেষ নেই। যেখানে বসুন্ধরা কিংসের মতো শীর্ষ ক্লাব দল গড়লেও, প্রিমিয়ারের আর কোনো ক্লাবকেই রাজি করাতে পারেনি বাফুফে। খেলা শুরুর তারিখ, নতুন করে দল-বদল, ক্লাব গুলোর সঙ্গে বোঝাপড়া ছাড়াও বেশকটি বিষয় নিয়ে ছিল অসঙ্গতি।

৮ দল নিয়ে এবারের নারী লিগ শুরু হওয়ার কথা ছিল। যদিও লিগ শুরুর আগেই নিবন্ধন করা সুনামগঞ্জের স্বপ্নচূড়া আক্কেলপুর ফুটবল একাডেমীকে বাদ দেয় বাফুফে। কারণ, ক্লাবটির কর্তৃত্ব নিয়ে দুই পক্ষ বাফুফেতে আবেদন করে। তবে একপর্যায়ে ফেডারেশন এ নিয়ে কোনো সমাধানে আসতে না পারায়, লিগ থেকেই স্বপ্নচূড়াকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। এই ক্লাব ছাড়াই লিগ শুরুর নতুন সূচি ঘোষণা করে বাফুফে। ফেডারেশনের এমন সিদ্ধান্তে হতাশ ক্লাবটির সাধারণ সম্পাদক কায়সার হামিদ।

লিগ শুরু হওয়ার আগেই ক্লাবটিকে নতুন করে অন্তর্ভুক্ত না করলে, বাফুফের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি ক্লাবটির।

এদিকে, গেলো ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দলবদল শেষ হলেও, দলগুলোর কী কী পরিবর্তন এসেছে, বাফুফে থেকে তাও এখনো জানানো হয়নি। এতে করে ক্লাবগুলোও আছে দোটানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here