জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

0
82

বাংলা খবর ডেস্ক: রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি।

এর আগে গত ১৬ জানুয়ারি এ মামলায় মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত। গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পান মতিউর রহমান। পাশাপাশি জামিনের মেয়াদ শেষ হলে বিচারিক আদালতে আত্মসমর্পণের নিদেশ দেয়া হয়। সে অনুযায়ী আজ মতিউর রহমান আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন।

২০১৯ সালের ১ নভেম্বর প্রথম আলোর বর্ষপূর্তির অনুষ্ঠানে বিদুৎপৃষ্ট হয়ে মারা যায় রেসিডেনসিয়াল মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্র নাঈমুল আবরার রাহাত।

গত ৬ নভেম্বর নাইমুল আবরারের বাবা মজিবুর রহমান ঢাকার আদালতে নালিশি মামলা করেন। ওই দিনই মামলাটি আমলে নিয়ে মোহাম্মদপুর থানাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়। ১৬ জানুয়ারি পুলিশের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পরপরই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রথম আলো সম্পাদকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। এই ১০ জনের অন্য চারজন হলেন ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here