শপথের পর আমি সবার মুখ্যমন্ত্রী: কেজরিওয়াল

0
318

বাংলা খবর ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আম আদমি পার্টির নেতা হিসেবে ভোটে জিতলেও আমি সবার মুখ্যমন্ত্রী। রোববার (১৬ ফেব্রুয়ারি) তৃতীয়বার শপথ নিয়ে কেজরিওয়াল বললেন, কেউ বিজেপি, কেউ কংগ্রেসকে ভোট দিতেই পারেন। কিন্তু শপথের পর আমি সবার মুখ্যমন্ত্রী।

যে কোনো দলের, ধর্মের লোক প্রয়োজনে আমার সঙ্গে দেখা করতে পারেন। আগের মতো এবারও কাজের ক্ষেত্রে কোনো দল বিচার করা হবে না।

নিজের প্রথম বক্তৃতাতেই রোববার কেজরিওয়াল স্পষ্ট করে দেন, আগামী দিনে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যাওয়ার পক্ষপাতী তিনি নন।

‘সবার মুখ্যমন্ত্রী’ হিসেবে দিল্লির উন্নয়নে তাল মিলিয়ে চলতে চান কেন্দ্রের সঙ্গে। দিল্লির উন্নয়নে নরেন্দ্র মোদির আশীর্বাদও প্রার্থনা করেন কেজরিওয়াল।

রামলীলা ময়দানে ঢুকলেন কেজরিওয়াল সাদা শার্টের ওপরে মোটা লাল ফুলহাতা সোয়েটার পরে, যা তার ফ্যাশন স্টেটমেন্টে পরিণত।

দুপুর সোয়া ১২টায় কেজরিওয়ালের নাম ঘোষণা মাত্র উল্লাসে ফেটে পড়েন জনতা। শপথ নেন মণীশ সিসৌদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গহলৌত, ইমরান হুসেন ও রাজেন্দ্র পাল গৌতম।

নতুন মুখ বা কোনো নারী সদস্যকে কেন মন্ত্রিসভায় রাখা হলো না, সে বিষয়ে আপের যুক্তি- গত সরকারে ভালো কাজ করেছেন ওই মন্ত্রীরা। নতুন মন্ত্রীর কাজ বুঝতে সময় লাগবে। তাই পুরনো মুখেই ভরসা করেছেন কেজরিওয়াল।

শপথগ্রহণ শেষে উপ-রাজ্যপাল অনিল বৈজল চলে যেতেই রাজধানীবাসীকে ধন্যবাদ জানিয়ে কেজরিওয়াল বলেন, এটা দিল্লিবাসীর জয়। গ্রামে ফোন করে বলুন, আপনাদের ছেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here