বইমেলায় মাহমুদ শাওনের ‘শেষ দেখায় জল গড়ায়’

0
388

বাংলা খবর ডেস্ক: চলছে অমর একুশে বইমেলা-২০২০। এবারের মেলায় প্রকাশ হয়েছে মাহমুদ শাওনের কবিতার বই ‘শেষ দেখায় জল গড়ায়’। গত দুই বছর ধরে বিভিন্ন মাধ্যমে লেখা ও অপ্রকাশিত কবিতার মধ্য থেকে তুলনামূলক নির্বাচিত কবিতা নিয়ে এই বইটি সাজানো হয়েছে।

বইটি নিয়ে শাওনের ভাষ্য, ‘আমি কবিতা নয় ভেতর থেকে মানে হৃদয় থেকে বের হয়ে আসা নির্যাস লিখি, যাকে তোমরা কবিতা বলো।’

শেষ দেখায় জল গড়ায় দ্বিতীয় কাব্যগ্রন্থ। বলেন, ‘এই বইটার নামের সাথে মিল রেখেই কবিতাগুলো সাজানো হয়েছে। বিষাদ, মৃত্যু বিদায় নিয়েই প্রকাশ হয়েছে আমার অনুভূতি।’

‘শেষ দেখায় জল গড়ায়’ বইটি আরো আগেই আসার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল কারণেই নাকি দেরি হয়েছে। বইটি মেলায় আসতে দেরি হবার কারণে প্রকাশক মাহাদি নিজেই দুঃখ প্রকাশ করেন। বলেন, মাহমুদ শাওনের বইটা মেলায় একদিন আগে আসলে আমারই লাভ। কিন্তু টেকনিক্যাল কারণে বইটা আসতে বিলম্বিত হয়েছে। তবে আজ বুধবার থেকে বইটি সোহরাওয়ার্দী উদ্যানে ঘাসফুলের প্রকাশনীর ৪৬৩ নম্বর স্টলে পাওয়া যাবে।

শাওনের প্রথম বই প্রকাশিত হয় বইমেলা ২০১৮ সালে নওরোজ কিতাবিস্তান প্রকাশনী থেকে। নাম দখিনের চিলেকোঠায় নরম রোদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here