জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফি

0
114

বাংলা খবর ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক বৈঠক শেষে এ কথা জানান বিসিবি প্রধান।

এ সময় তিনি আরও জানান, মাশরাফি এখনও অধিনায়ক আছেন এবং থাকবেন। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছে সে-ই। তবে একটি সিদ্ধান্ত হয়ে গেছে-অধিনায়ক মাশরাফির এটাই হবে শেষ সিরিজ।
এদিন দুপুর ২টায় বিসিবি ভবনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মমিনুল হককে নিয়ে বৈঠক করেন তিনি। রুদ্ধদ্বার এ সভা চলে ৫০ মিনিটের মতো। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন বিসিবি প্রধান।

মাশরাফির নেতৃত্বে ইংল্যান্ড বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ খেলে টাইগাররা। এরপর জাতীয় দলের বাইরে তিনি। অবশেষে কামব্যাক করছেন এই নড়াইল এক্সপ্রেস।

আগামী ১, ৩ ও ৬ মার্চ মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here