গাজীপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

0
505

বাংলা খবর ডেস্ক: গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহরের রাজবাড়ি মাঠ এলাকায় গাজীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। পরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, ভাষা শহীদ বরকতের পরিবার, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনতা ফুলদিয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন ভাষার জন্য আত্মত্যাগী বীরদের।

বাদ যোহর নগরীর নলজানী এলাকার ভাষা শহীদ বরকতের মায়ের কবর জিয়ারত করা ও সন্ধ্যায় রাজবাড়ি মাঠে আলোচনা সভা, ভাষা সৈনিকদের সংবর্ধনা, ভাষা শহীদ বরকতের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন স্কুল-কলেজসহ সকল সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হবে দিবসটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here