বিদ্যুৎ-পানির দাম বাড়লে সবকিছুর দাম বেড়ে যাবে: জিএম কাদের

0
512

বাংলা খবর ডেস্ক: বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর ফলে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়ে যাবে মন্তব্য করে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, বিদ্যুৎ ও পানির দাম আবারো বাড়ানো হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মৌচাকে জাতীয় ছাত্র সমাজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জিএম কাদের বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হলে উৎপাদন থেকে শুরু করে সব পণ্যের দাম বেড়ে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের এরই মধ্যে নাভিশ্বাস উঠেছে।

এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিয়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকারকে সব ধরণের সহযোগিতা করবে জাতীয় পার্টি।

তিনি বলেন, জাতীয় পার্টি সব সময় গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করেছে। জাতীয় পার্টি নিয়ে দেশবাসীর অনেক প্রত্যাশা। জাতীয় পার্টি দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে চায়। সে ক্ষেত্রে ছাত্র সমাজকে ভূমিকা রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here