বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে: মাশরাফি

0
69

বাংলা খবর ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তরুণরা পরিণত হয়ে উঠতে পারলে আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারবে।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ডময় সিরিজ শেষে এ সব কথা বলেন তিনি।

বাংলাদেশের অন্যতম সফল এ অধিনায়ক বলেন, আমি বাংলাদেশকে নিয়ে খুব আশাবাদী। আমার মনে হয় আগামী ২০২৩ সালের বিশ্বকাপে আমরা সেমিফাইনাল খেলব।

জাতীয় দলের তরুণ ক্রিকেটাররা যদি নিজেদের ক্রিকেটীয় মেধাকে কাজে লাগাতে পারে তাহলে বিশ্বকাপ সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু নয়।

নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তাজা বলেন, আমাদের দলে এখন যারা তরুণ আছে, আমার বিশ্বাস বিশ্বকাপের আগে তারা বেশ পরিণত হয়ে উঠবে এবং বিশ্বকাপে নিজেদের সেরা সময়ে থাকবে। তা ছাড়া বিশ্বকাপ ভারতে হওয়ায় কন্ডিশনের সুযোগ থাকবে। সব মিলিয়ে আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। উপমহাদেশের সব দেশেই কন্ডিশন প্রায় কাছাকাছি। ভারতের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো; ভারতে বিশ্বকাপ হওয়ায় বাংলাদেশও নিজেদের সেরাটা খেলার যথাযথ সুযোগ পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here