নিউজিল্যান্ড লকডাউন

0
101

বাংলা খবর ডেস্ক: বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে সুরক্ষায় আগামী চার সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে নিউজিল্যান্ড। রোববার (২২শে মার্চ) দেশটি এ ঘোষণা দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেছে অস্ট্রেলিয়াও। দেশটিতে বন্ধ পানশালা, রেস্টুরেন্ট, ধর্মীয় উপাসনালয়, বিয়ে-অন্ত্যষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং সমুদ্র সৈকত।

এদিকে ইতালিতে কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না করোনার থাবা। বেড়েই চলেছে মৃতের সংখ্যা। বাড়ছে আক্রান্তের হারও। দেশটিতে একদিনেই করোনায় মৃত্যু হয়েছে আরও ৬৫১ জনের। আক্রান্ত হয়েছেন সাড়ে পাঁচ হাজারেরও বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে।

ইতালিতে করোনা ভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। উত্তরাঞ্চলীয় শহর বেরগামোতে শোকের মাতম আর চাপা কান্না। স্বজনরাও ভাইরাসের কারণে একসাথে হতে পারছেন না। কবরস্থানগুলোতে নেই জায়গা।

বেরগামো থেকে ২০০ কিলোমিটার দূরে ফেররারা সিটির মেয়র আলান ফাবরি ব্যক্তিগতভাবে ৭৪টি মরদেহ গ্রহণ করেন। তিনি বলেন, এ শোক ভোলা যাবে না কোনোদিন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এত মৃত্যু কোনোভাবেই যেন ইতালির নাগরিকরা‌ মেনে নিতে পারছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here