করোনায় আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত নেই

0
134

বাংলা খবর ডেস্ক: প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা পাঁচজনে পৌঁছেছে।

বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬৫ বছর। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপ) ভুগছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলেও জানিয়েছেন ডা. ফ্লোরা। এ ছাড়া চিকিৎসা নিয়ে আরও দু’জন সুস্থ হয়ে উঠেছেন। এতে এখন পর্যন্ত সুস্থ হলেন সাতজন।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৩৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here