অঘোষিত লকডাউন ঢাকা

0
92

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নিষেধাজ্ঞা মেনে রাজধানীতে বন্ধ রয়েছে গণপরিবহন। বাধ্যতামূলক ছুটির কারণে রাস্তায় নেই মানুষ। নগরীর ব্যস্ততম সড়কগুলোও ফাঁকা। ঘোষণা না থাকলেও কার্যত লকডাউন মহানগরী।

রাজধানীর নিউমার্কেট থেকে সায়েন্স ল্যাব, মানিক মিয়া এভিনিউ হয়ে বিজয় সরণি। সবগুলো সড়কই জনশূন্য। অচেনা মনে হলেও করোনাভাইরাসের প্রতিরোধে এ মহানগরীর এ নীরবতা।

সামাজিক দূরত্ব নিশ্চিতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, রয়েছে পুলিশও। চেকপোস্ট বসানো হয়েছে প্রায় প্রতিটি মোড়েই।

রাজধানী ছাড়তে তবুও বাস টার্মিনালে গেছেন কেউ কেউ।
কাউন্টারে থাকা বাস কোম্পানির লোকেরা বলেন, কেউ আসলে বলে দিচ্ছি গাড়ি চলার কোনো সম্ভাবনাই নাই ৪ এপ্রিল পর্যন্ত। দূরপাল্লার বাসের পাশাপাশি বন্ধ রয়েছে রেল ও নৌযানও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here