চিকিৎসা সরঞ্জামসহ চীনের বিশেষ বিমান শাহজালালে

0
62

বাংলা খবর ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় সহায়ক চিকিৎসা সরঞ্জামবাহীসহ চীনের বিশেষ বিমানটি ইতোমধ্যেই অবতরণ করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ফ্লাইটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রথম এই কনসাইনমেন্টে ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং, এক হাজার ইনফারেট থার্মোমিটার আছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে ঢাকাস্থ চীনা দূতাবাস।

এর আগে গত মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, কোভিড-১৯ বা করোনাভাইরাসের সাথে লড়তে চীন থেকে আসছে বিশেষ উপহার। এই কনসাইনমেন্ট ১০ হাজার টেস্ট কিট, ১০ হাজার মেডিকেল প্রটেক্টিভ ক্লথিং ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার আসছে। তারা ১৫ হাজার সার্জিকাল রেস্পিরেটর বা এন-৯৫ মাস্কও উপহার দেবে।

ড. মোমেন বলেন, চীন সরকারের উপহার হিসেবে স্বাধীনতা দিবসে এসব চিকিৎসা সামগ্রী ঢাকায় পৌঁছাবে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে চীন বাংলাদেশকে উন্নত প্রযুক্তির ৫০০ করোনাভাইরাস শনাক্তকরণ কিট উপহার দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here