তারকাদের ঘরবন্দি জীবন

0
97

বাংলা খবর ডেস্ক: করোনাভাইরাস আতঙ্কে বিনোদন দুনিয়া স্থবির। সিনেমার শ্যুটিং-ডাবিংসহ সব কার্যক্রম বন্ধ। তারকারা এখন ঘর থেকে বের হচ্ছেন না। ভক্ত-অনুসারীদের সচেতনতামূলক ভিডিও প্রকাশ করছেন ফেইসবুকে। তাদের ঘরবন্দি জীবন এ নিয়ে আয়োজন

শাকিব খান
গত ১৭ তারিখ থেকে ঘর থেকে বের হননি ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গাড়িচালক, নিরাপত্তাকর্মীসহ সবাইকে ছুটি দিয়েছেন। একঘেয়েমি কাটাতে মাঝেমধ্যে বাড়ির নিচতলায় তার অফিসকক্ষে সময় কাটাচ্ছেন। তিনি বলেন, ‘মহাদুর্যোগের মধ্য দিয়ে সময় পার করছি। পৃথিবীর উন্নত দেশগুলোই করোনাভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে। তাই আমাদের এখানে ভাইরাসটি বিস্তার লাভ করার আগেই সবাইকে সচেতন হতে হবে। এ জন্য ঘরেই থাকছি। ড্রাইভার, নিরাপত্তাকর্মীদের অগ্রিম বেতনসহ ছুটি দিয়েছি।’ সিনেমার সব কার্যক্রম বন্ধ। দৈনিক আয় করে জীবন চালানো অল্প আয়ের সহকারী শিল্পী ও কুলাকুশলীরা পড়েছেন মহাবিপদে।

তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে শাকিব খান বলেন, ‘প্রতিটি সচ্ছল শিল্পীর উচিত আগে তাদের কাছের মানুষ যেমন ড্রাইভার, গৃহকর্মী থেকে শুরু করে চারপাশের স্বল্প আয়ের আত্মীয়স্বজনদের খোঁজ-খবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো। সেটা করলেও অনেক বড় কিছু করা হয়। প্রথমে সেটাই করছি আমি। বড় ধরনের দুর্যোগ এলে সচ্ছল শিল্পীরা মিলে একত্র হয়ে একটা বড় তহবিল করা যেতে পারে।’

বিদ্যা সিনহা মিম
বেশ আগেই নিজেকে গৃহবন্দি করেছেন নায়িকা বিদ্যা সিনহা মিম। ১৪ দিন ধরে ঘর থেকে বের হচ্ছেন না তিনি। নিজের ও পরিবারের নিরাপত্তায় আরও এক মাস তিনি ঘরেই থাকবেন বলে জানিয়েছেন। করোনাভাইরাসে যতটা না নিজের জন্য, তার চেয়ে তিনি বেশি চিন্তিত মা-বাবাকে নিয়ে। সাবেক এই লাক্স তারকা বলেন, ‘মা-বাবা দুজনই ডায়াবেটিসের রোগী। এ কারণে আগে থেকেই ঘরে অবস্থান করছি আমি। তাদের চোখে চোখে রাখার চেষ্টা করছি।’ কিন্তু রাত-দিন ২৪ ঘণ্টা ঘরে থাকা যায়?’ ঘরে কীভাবে সময় কাটাচ্ছেন মিম? তিনি জানান, ‘বাইরে সব ব্যায়ামাগার বন্ধ। ঘরে জিম করার ব্যবস্থা করেছি। জিম করছি, সিনেমা দেখছি। যে কাজটি কখনো করা হয় না তা হলো ঘর গোছানো। এখন ঘরের জিনিসপত্র সাজানোর কাজে সময় দিচ্ছি।’

ইমন
মডেল ও অভিনেতা ইমন ঘরে অবস্থান করার কারণে সবচেয়ে বেশি খুশি হয়েছে বাচ্চারা। তিনি বলেন, ‘তারা এভাবে দীর্ঘ সময় বাবাকে কাছে পায় না। তাদের স্কুল বন্ধ। আমাকে কাছে পেয়ে তাদের খুব আনন্দে দিন যাচ্ছে।’ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর বাইরে আর কী করছেন? ইমন বলেন, ‘জিম বন্ধ হয়ে যাবে জেনে জিমের কিছু জিনিসপত্র বাসায় এনেছিলাম। প্রতিদিন জিম করছি। পত্রিকা, গল্পের বইও পড়া হচ্ছে। টেলিভিশনে দেশ-বিদেশের খবর দেখা হচ্ছে।’

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া ১২ দিন ধরে পরিবারের সঙ্গে ঘরে সময় কাটাচ্ছেন। এই সুযোগে অনেক দিনের একটি পরিকল্পনা বাস্তবায়ন করছেন তিনি। ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম টানা সিনেমা দেখব। কিন্তু একের পর এক কাজের ব্যস্ততায় তা সম্ভব হচ্ছিল না। যেহেতু এখন ঘরে থাকছি, বসে বসে বেশিরভাগ সময়ই মুভি দেখছি। পাশাপাশি পড়াশোনাটাও করা হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here