ট্রাম্পের নির্বাচন পেছানোর প্রস্তাব প্রত্যাখান রিপাবলিকানদের

0
92
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলা খবর ডেস্ক:
জালিয়াতির শঙ্কায় নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার দল রিপাবলিকানের শীর্ষ নেতারাই এই প্রস্তাব প্রত্যাখান করেছেন।

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল অর্থাৎ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেল এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু দল রিপাবলিকানের নেতা কেভিন ম্যাককার্থি উভয়ই এই প্রস্তাব প্রত্যাখান করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট চাইলেও নিজ ক্ষমতা বলে প্রেসিডেন্ট নির্বাচন পেছাতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে ট্রাম্পের।

এর আগের যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়ার নির্বাচন স্থগিত রাখার প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনা মহামারি পরিস্থিতিতে স্বাস্থ্যগত দিকটি বিবেচনায় রেখে মেইলের মাধ্যমে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়ার কথা রয়েছে। ট্রাম্প এমন সময় নির্বাচন পেছানোর প্রস্তাব দিলেন যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ১৯৩০ সালের মহামন্দার পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here