মেসির দাম ২৬০ মিলিয়ন ইউরো

0
82

বাংলা খবর ডেস্ক:
বার্সেলোনা ক্লাবের উপর আপাতত বিরক্ত লিওনেল মেসি। তিনি ছাড়তে পারেন এই স্প্যানিশ ক্লাব। যদিও বার্সা চাইছে তাকে রাখতে। এদিকে আর্জেন্টাইন এই সুপার স্টারকে পেতে মরিয়া ইতালীর বিখ্যাত ক্লাব ইন্টার মিলান। তারা এ জন্য ২৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে রাজী ইন্টার। এতে মেসির নিট আয় হবে ৫০ মিলিয়ন ইউরো। যদি তাই হয় তাহলে তিনি ছাড়িয়ে যাবেন জুভেন্টাসের ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বিপুল অর্থ ব্যয়ে মেসিকে নিলে লাভও হবে ইন্টারের।

অবশ্য তাদের কোচ কয়েকদিন আগে বলেছিলেন মেসিকে নেয়ার মতো সামর্থ্য নেই ইন্টারের। রোনালদোর পর ইন্টারে মেসি। যদি তাই হয় তাহলে অন্য আরো বেশী আকর্ষণ পাবে ইতালিয়ান লিগ সিরি আ। এই লিগে এখন বড় তারকা রোনালদো, পাওলো দিবালা এবং গঞ্জালো হিগুয়েন।
বার্সেলোনার সমর্থকরা অবশ্য মেসিকেই তাদের দলে দেখতে চান। ক্লাবটির বর্তমান পারফরম্যান্সের পর বেশ চাপে আছেন ক্লাব সভাপতি। তার বিপক্ষে উঠতে যাচ্ছে অনাস্থা।

মেসিকে পেতে অনেক ক্লাবই আগ্রহী। কিন্তু তাদের সেই আর্থিক সামর্থ্য থাকতে হবে। মার্কিন ক্লাব লস অ্যাঞ্জেলস, আর্জেন্টিনার ক্লাব রোসারিও তাকে নিতে আগ্রহ দেখিয়েছে। সূত্র মার্কা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here