পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটম্যান ইউনুস খান। ২১০৭ সালে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। নিজেদের এই সেরা খেলোয়াড়কেই এবার কোচের দায়িত্ব দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান জাতীয় অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করবেন ইউনুস খান। এছাড়াও জুনিয়র দলগুলোর প্রধান নির্বাচক হিসেবেও কাজ করবেন তিনি।

পিসিবি’র এক সূত্রে জানা গিয়েছে, ‘পাকিস্তানের জুনিয়র দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ করা হবে ইউনুস খানকে। এই বিষয়ে দ্রুতই ঘোষনা আসবে।’ ইউনুস খানের সাথে আগামী যুব বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করার খবর জানা গিয়েছে।

পাকিস্তানের হয়ে ১৭ বছরের ক্যারিয়ারে ইউনুস খান ১১৮ টি টেস্ট, ২৬৫ টি ওয়ানডে ও ২৫ টি টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের পাশাপাশি সর্বাধিক ৩৪ সেঞ্চুরির মালিক তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here