‘ত্রাণ শেষ হয়ে গেলে আবার ত্রাণ পৌঁছে দেয়া হবে’

0
75

বাংলা খবর ডেস্ক: ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ত্রাণ শেষ হয়ে গেলে নতুন করে আবার বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়া হবে। কিন্তু কেউ যেন ঘরের বাইরে বের না হয়, তা নিশ্চিত করতে হবে।

সোমবার (৬ এপ্রিল) ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস এতটাই ভয়াবহ যে একজন আক্রান্ত হলে পুরো বাড়ি বা এলাকা আক্রান্ত হতে পারে। তাই আমাদের বাঁচতে হলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

এ সময় লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সম্পাদক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here