রংপুরে মারা যাওয়া সেই পরিচ্ছন্নতাকর্মীর করোনা নেগেটিভ

0
358

বাংলা খবর ডেস্ক: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে জ্বর, গলাব্যথা, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই পরিচ্ছন্নতাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না৷ মারা যাওয়ার পর তার নমুনা নিয়ে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।

রংপুর সিভিল সার্জনের বরাত দিয়ে শুক্রবার বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলার হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সামসুজ্জামান৷

তিনি বলেন, কয়েকদিন আগে উপজেলার খানসামা বটতলা এলাকায় মীনা রানী নামে এক পরিচ্ছন্নতাকর্মী সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন৷ গত মঙ্গলবার এর প্রকোপ বেশি হয় এবং বুধবার সকালে ডায়রিয়া শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা৷ কিন্তু হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

করোনা ভাইরাস নিয়ে মারা যেতে পারেন এই আশঙ্কায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়৷ সেইসঙ্গে তার সৎকার কাজে নিয়োজিত দুইজনসহ পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

নমুনা পরীক্ষার পর শুক্রবার বিকেল ৩টার দিকে ওই নারীর ফলাফল নেগেটিভ এসেছে বলে সিভিল সার্জন অফিস থেকে নিশ্চিত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here