করোনায় আক্রান্ত ১৯ লাখ ছাড়িয়েছে, মৃত্যু ১ লাখ ১৯ হাজার

0
63

বাংলা খবর ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সারা বিশ্বে এখন পর্যন্ত ১৯ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫শ’রও বেশি মানুষের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এ তথ্য জানায়। যদিও এর আগে সংস্থাটি বিশ্বব্যাপী করোনায় শনাক্তের সংখ্যা ২০ লাখেরও বেশি বলে জানায়। কিন্তু পরবর্তীতে ওই তথ্যে সংশোধন আনে তারা।

আল জাজিরাসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জনস জপকিন্সের বরাত দিয়ে জানায়, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষ সেরে উঠেছেন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে এখানে। মৃত্যুর দিক দিয়েও শীর্ষে এ দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আমেরিকায় করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জনের। মৃত্যু হয়েছে প্রায় ২৩ হাজার।

করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী দেশগুলোর মধ্যে এরপরই আছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাজ্য, ইরান, বেলিজিয়াম, চীন ও জার্মানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here