সিলেটে লক্ষণ ছাড়া যুবকের করোনা পজিটিভ

0
67

নিউজ ডেস্ক: সিলেটে করোনার উপসর্গ ছাড়া নমুনা পরীক্ষার মাধ্যমে যুবকের (৩৭) করোনা পজিটিভ এসেছে। রোববার (১৯ এপ্রিল) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এ নমুনা পরীক্ষা করা হয়।

আক্রান্ত যুবক সিলেট সদর উপজেলার খা‌দিমপাড়া ইউনিয়নের বাসিন্দা। তি‌নি স্বেচ্ছায় করোনাভাইরাস পরীক্ষার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান ওসমানী হাসপাতা‌লের উপ-প‌রিচালক ডা. হিমাংশু লাল রায়। তি‌নি বলেন, নতুন করে শনাক্ত যুবককে নগরীর শহীদ শামসু‌দ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার ওসমানী হাসপাতালের পি‌সিআর ল্যাবে ২৭ জনের পরীক্ষা করা হয়। এদের মধ্যে ওই যুবকের করোনা পজিটিভ আসে। রাতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রসঙ্গত, সিলেটে এখন পর্যন্ত চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেন। প্রথম শনাক্ত হওয়া ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য দুইজনের একজন গোয়াইনঘাট ও অন্যজন জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here