মাগুরায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত

0
46

নিউজ ডেস্ক: মাগুরায় প্রথমবারের মতো এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণাগার কর্তৃপক্ষ।

আক্রান্ত ওই ব্যক্তি গাজীপুর থেকে বাড়িতে আসেন। তাকে হোম কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির সঙ্গে গাজীপুর থেকে আসা ওই পরিবারের অপর ৩ সদস্যকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার তেমন কোনো উপসর্গ নেই।

ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত ১৭ এপ্রিল ওই পরিবারের ৪ সদস্য গাজীপুর থেকে মাগুরা সদরে তাদের নিজ বাড়িতে আসেন। বিষয়টি জানার পর গতকাল মঙ্গলবার স্বাস্থ্য বিভাগ চারজনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গবেষণাগারে পাঠায়।

সেখান থেকে গতরাতে ওই পরিবারের এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুরো পরিবারকে ১৪ দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার সব ব্যবস্থা প্রশাসনিকভাবে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here