গ্রিনকার্ড বন্ধের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

0
59

নিউজ ডেস্ক: নতুন গ্রিনকার্ড ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি ব্যতিক্রমসহ আপাতত ৬০ দিন এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে পরে এর মেয়াদ বাড়তে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়,  বুধবার হোয়াইট হাউসে করোনাভাইরাস মহামারি সংক্রান্ত নিয়মিত এক ব্রিফিংয়ে এসব কথা ট্রাম্প। তিনি বলেন,  ‘এর মাধ্যমে অর্থনীতি পুনরায় সচল হলে সব ধরনের বেকার মার্কিনিদের প্রথমে চাকরি পাওয়ার সুযোগ নিশ্চিত হবে।’

ট্রাম্প দাবি করেছেন, করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া সঙ্কটে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সমালোচকরা বলছেন, আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে অভিবাসীদের ওপর কঠোর হওয়ার নীতি বাস্তবায়নে মহামারিকে ব্যবহার করছেন ট্রাম্প। তার এই সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারেও বলে মনে করছেন অনেকে।

এর আগে গত সোমবার রাতে এক টুইট বার্তায় ‘সব ধরনের অভিবাসন’ বন্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। এ ঘোষণায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেন দেশটির কয়েকজন ব্যবসায়ী নেতা। সমালোচনার শিকার হয়ে খামারের শ্রমিক, হাই টেক কারখানার কর্মীদের মতো কিছু বিশেষ খাতের অভিবাসী শ্রমিকদের নিষেধাজ্ঞার বাইরে রাখার ঘোষণা দেন ট্রাম্প।

মার্কিন সরকারের এ নতুন সিদ্ধান্তের ফলে গ্রিনকার্ড ইস্যু সাময়িকভাবে বন্ধ হলেও যুক্তরাষ্ট্র প্রতিবছর যে হাজার হাজার সাময়িক কর্মী ভিসা ইস্যু করে তারা আক্রান্ত হবে না। এ ছাড়া ইতিমধ্যে গ্রিনকার্ডের আবেদন করা মার্কিন নাগরিকদের স্বামী/স্ত্রী এবং ছোট সন্তানদের জন্যও এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

চিকিৎসক, নার্স বা চিকিৎসেবা সংক্রান্ত অন্য পেশাজীবী যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করেছেন তারাও এতে আক্রান্ত হবেন না। তবে গ্রিনকার্ডধারীদের নিজ পরিবারের সদস্যদের স্পন্সর করার সুযোগ সীমিত হতে পারে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প এই সুবিধাকে অভিবাসন শৃঙ্খল হিসেবে আখ্যায়িত করে আসছেন।

উল্লেখ্য, গ্রিনকার্ড হলো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি। এই কার্ডধারীরা মার্কিন নাগরিকত্বের জন্যও আবেদনের সুযোগ পায়। প্রতি বছর প্রায় ১০ লাখ গ্রিনকার্ড ইস্যু করে যুক্তরাষ্ট্র। এর ৭০ ভাগই পায় যুক্তরাষ্ট্রে বসবাস করা মানুষের স্বজনেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here