করোনা ভাইরাসে বিভিন্ন দেশে ৪২০ বাংলাদেশির মৃত্যু

0
190

বাংলা খবর ডেস্ক:
করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৪২০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৩৩ বাংলাদেশির।

প্রায় ৯০ শতাংশ বাংলাদেশির মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের হাসপাতালে এখনো কয়েক শ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন রয়েছেন এবং বাড়িতেও বিপুলসংখ্যক বাংলাদেশি চিকিৎসা নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের পর বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শতাধিক বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেশি। দেশটিতে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ১৫, কানাডায় ৭, ইতালিতে ৭, স্পেনে ৫, কাতারে ৪, লিবিয়ায় ১, সুইডেনে ১, গাম্বিয়ায় ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here