ভোটাভুটির সময় বাড়ানো পরও গেইলের কাছে বড় হার কোহলিরর

0
89

বাংলা খবর ডেস্ক:
ইতিহাস সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বাছাইয়ে অনলাইন ভোটাভুটির আয়োজন করেছে ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। কোয়ার্টার ফাইনাল রাউন্ডে কোহলিকে বড় ব্যবধানে হারিয়ে ক্রিস গেইল উঠেছেন সেমিতে।

এর আগে গত শনিবার ইএসপিএনের ভোটাভুটিতে দেখা যায় ৫০.০২ শতাংশ ভোট পেয়ে জিতেছেন গেইল। তবে কোহলি ভক্তরা অভিযোগ তুলেন, পোল বন্ধ করার সময় কোহলি এগিয়ে ছিলেন। #ShameOnESPNcricinfo হ্যাশট্যাগে প্রতিবাদ জানায়। তাদের তীব্র দাবির মুখে পোলের সময় ৩৬ ঘণ্টা বাড়ায় ক্রিকইনফো। যেখানে গেইলের কাছে আরও বড় ব্যবধানে হেরেছেন কোহলি। মোট ৭৫.৬৫ শতাংশ ভোট পেয়েছেন ক্যারিবিয়ান ওপেনার। ভোট পড়েছে ২১৪০৫৫১টি।
ক্রিস গেইলকে বলা হয় ‘টি-টোয়েন্টির ফেরিওয়ালা’।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ মিলিয়ে ৪০৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই বিধ্বংসী ওপেনার। ১৩ হাজার ২৯৬ রান করেছেন ৩৮.২০ গড়ে। ২২টি সেঞ্চুরির সঙ্গে ফিফটি হাঁকিয়েছেন ৮২টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সফল গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৮ ম্যাচে ৩২.৫৪ গড়ে তার সংগ্রহ ১৬২৭ রান। ২সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে গেইলের নামের পাশে।
অন্যদিকে, ৮২ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০.৮০ গড়ে বিরাট কোহলির সংগ্রহ ২৭৯৪ রান। ২৪টি ফিফটি রয়েছে তার। আর ফ্র্যাঞ্চাইজি লীগে ২৮১ ম্যাচে ৮৯০০ রান করেছেন ৫ সেঞ্চুরি ও ৬৪ হাফসেঞ্চুরিতে। গড় ৪১.২০। ফর্ম ধরে রাখতে পারলে নিঃসন্দেহে গেইলকে ছাড়িয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here