দোকান খুলবে

0
98


রেজাউল বায়রন:

দোকান খুলবে।
কবে যেন? খুলুক খুলুক।
কোন চাপ ছিল? মানলাম,ছিল।
খোলা দোকানে যেতে হবে
সেই চাপ
অথবা বাধ্যতা,তাও কি আছে?
কই শুনিনি তো?
নতুন জামা,আলতা স্নো পাউডার
কিনতে যাবেন? কেন কিনবেন?
লকডাউনে নকডাউন
বেড়াতে যাবেন?
তালাতো ফুফাতো ভাইব্রাদার,বোনের বাসায়?
সবাই তো ভয় পাবে?
আপনি জানেন না
সেই চেনা প্রাকটিস,নিয়ম আর আবেগসমুহ
জাষ্ট পাল্টি খেয়ে কেমন সিধা হয়ে আছে?
উপায় নেই রে গোলাম হোসেন!!
আরো তো কথা আছে
আপনারা সবাই তো বলছেন
খুব কষ্টে আছি রে আইজদউদ্দিন
ভাতের কষ্ট ,বেতন না পাওয়ার কষ্ট
চারিদিকে খালি নানান কষ্ট
আর তার আলাপচারিতা,আনাগোনা!!
হ,এখনই তো সময়,আমি
ক্রেতাগণের রেসপন্স দেখার অপেক্ষায়।
লাল কষ্ট নীল কষ্ট সাদা কষ্ট।
কবি হেলাল হাফিজের কষ্ট কবিতা
সে তো সদ্য কৈশর কাল পার হওয়া
যুবক যুবতির ভাবের কষ্টের রঙ বদলের ফিরিক ফিরিস্তি
ছিল বোধকরি।
দোকান খুলবে ,ক্রেতাগণের রেসপন্স দেখতে দেখতে
আমি মানুষের কষ্টের ফিরিক ফিরিস্তির
তত্বতালাশে আবহমান
জীবনের জয়গান খুঁজে ফিরবো।

লেখক: সাংবাদিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here