‘চল্লিশেও খেলবে মেসি’

0
98

বাংলা খবর ডেস্ক:
‘তিরিশ পেরোলেই বুড়ো’ ধারণাটাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ৩৪ বছর বয়সেও ছুটে চলেছেন দুর্বার গতিতে। এ কাজটা তো করা সম্ভবই, লিওনেল মেসি এমনকি ৪০ পর্যন্তও খেলে ফেলতে পারেন, ধারণা আর্জেন্টাইন তারকার সাবেক বার্সা সতীর্থ জাভির।

সম্প্রতি ইন্সটাগ্রাম লাইভে সাবেক সতীর্থ স্যামুয়েল ইতোর সঙ্গে আড্ডা দেন বর্তমানে কাতারি দল আল সাদের কোচ হিসেবে কর্মরত জাভি। সেখানে উঠে আসে খেলোয়াড়ি জীবনের সব অজানা কথা। মেসি সম্পর্কে জাভি বলেন, ‘তার ভেতরে এখনো পাঁচ-সাতটা ভালো বছর বাকি আছে।’

কাতার বিশ্বকাপে মেসির খেলা নিয়েও কোনো সন্দেহ নেই সাবেক স্প্যানিশ এই মিডফিল্ডারের, ‘সে নিজের দারুণ যত্ন নেয় এবং ৩৭, ৩৮ কিংবা ৩৯ পর্যন্তও খেলে যেতে পারে। কাতার বিশ্বকাপে সে খেলবেই। আমি নিশ্চিত।’

কাতালান দলটিতে কোচ হয়ে আসার তীব্র ইচ্ছা জাভির। চলতি বছরের জানুয়ারিতেই একবার সুযোগটা এসেছিল, তবে সাবেক বার্সা মিডফিল্ডার জানালেন সেটা ঠিক সময় ছিল না মোটেও। জাভির ভাষ্য, ‘সেটা ঠিক সময় ছিল না। এরিক আবিদাল ও অস্কার গ্রাউয়ের সঙ্গে কথা হয়েছিল আমার এবং তারা আমাকে অনেক বড়ো একটা প্রস্তাব দিয়েছিল। কিন্তু সময়টা সঠিক ছিল না। আমার আরেকটু অভিজ্ঞতা দরকার ছিল। বার্সাকে কোচিং করান আমার স্বপ্ন। আশা করি, একদিন এটা সত্যি হবে।’

সাবেক সতীর্থ নেইমারকেও দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করেন জাভি। আল সাদ কোচের কথা, ‘ফুটবলীয় দিক বিবেচনায় সে বিশ্বের সেরা তিন কিংবা পাঁচ জনের এক জন। সে পার্থক্য গড়ে দিতে পারে। আশা করি, সে বার্সায় ফিরবে। আমি এক জন বার্সা ভক্ত এবং আমি চাই এখানে সেরা খেলোয়াড়রাই খেলুক।’ যদিও বার্সার বর্তমান কোচ কিকে সেতিয়েন সম্প্রতি এক সাক্ষাত্কারে করোনা ভাইরাস মন্দার কারণ দেখিয়ে বড়ো দলবদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here