১২ দেশের নাট্যকর্মীরা বানালেন একটি ছোট্ট পারফরমেন্স ভিডিও

0
102

বাংলা খবর ডেস্ক:‌
ওয়ার্ল্ড হোম থিয়েটার। সারা পৃথিবী জুড়ে লকডাউন। থেমে রয়েছে সভ্যতা। কিন্তু না, থেমে থাকেনি শিল্প। কারণ শিল্পীর ভাবনাকে কাবু করতে পারেনি করোনা। নাটকের মহড়া চালিয়ে যাওয়ার এক অনন্য উপায় বের করলেন সারা পৃথিবীর কলাকুশলীরা। পৃথিবীর ১২ টি দেশ থেকে শিল্পীরা পাঠিয়েছেন তাঁদের পারফরমেন্স। নাট্যকর্মী সম্রাট শর্মার মস্তিষ্কপ্রসূত এই ভাবনা। তাঁর ফেসবুক পেজ ‘‌আনডু এনটারটেইনমেন্ট’‌ এবং তাঁরই ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটি। বর্তমান লকডাউন পরিস্থিতিতে ভারতবাসীকে উৎসর্গ করে আমেরিকা, আর্জেন্টিনা, হংকং, প্যালেস্তাইন, ফ্রান্স, রাশিয়া, মেক্সিকো, অস্ট্রিয়া, শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তানের নাট্যব্যক্তিত্বরা যোগ দিয়েছেন এই প্রয়াসে।

নিজেদের মতো ছোট ছোট কয়েকটি পারফরমেন্স করেছেন। সম্রাট শর্মা জানিয়েছেন, ‘‌আমার সব বিদেশি নাট্যকর্মী বন্ধুদের ধন্যবাদ জানাই এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সামিল হওয়ার জন্য। খুব শীঘ্রই পুরো ভিডিওটি প্রকাশ পাবে। সম্প্রতি ট্রেলারটি মুক্তি পেয়েছে।’‌ কাঁটাতারের বেড়ায় যতই আলাদা হোক দেশ, শিল্প সবাইকে একজোট করেছে বারবার। আর এই কঠিন পরিস্থিতিতে আবারও সেটাই প্রমাণ করল ওয়ার্ল্ড হোম থিয়েটার।
ভিডিওটি দেখতে ক্লিক করুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here