মনে হলো বেলুনটাকে কেউ সুই দিয়ে সঙ্গে সঙ্গে ফুটিয়ে দিছে

0
93


তৌহিদ হোসেন:

গ্রামীনফোনের করোনার জন্য নাকি ১০০ কোটি টাকা সহায়তা দিবে। এই খবরটা দেখে খুবই ভালো লেগেছিলো যে এবার অনেক মানুষ উপকার পাবে গ্রামীনফোনের মাধ্যমে।

কিন্তু পরে দেখি এই ১০০ কোটি টাকার সমমূল্যমান ফোন কল, ইন্টারনেট আর কি নাকি ইন্সুরেন্স দিবে!!!

মনে হলো বেলুনটাকে কেউ সুই দিয়ে সঙ্গে সঙ্গে ফুটিয়ে দিছে। এই মুহূর্তে আসলে মানুষের খাবার দরকার ফোন ইন্টারনেট ইন্সুরেন্স এর থেকে বেশি। এই ১০০ কোটি টাকার থেকে ১০ কোটি টাকার খাবার দিলে আমি নতুন একটা গ্রামীণফোন সিম কিনবো।

তারা মানুষের জন্য সহায়তা করলে আমরা গ্রাহক হিসাবে কেন তাদের সহায়তা করতে পারবোনা। ১০ কোটি টাকার খাবার যদি মানুষের মাঝে উপহার দেন কথা দিলাম একটা নতুন সিম কার্ড কিনবো।।

জেন্টালম্যান ওয়ান ওয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here