করোনাকালে কবিগুরুকে নয়, কিছু মন্ত্রীকে ঈর্ষা করি!

0
125

পীর হাবিবুর রহমান:
আজন্ম বাঙালি কবিগুরুর ভক্ত। আমিও মানবতাবাদী লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত সেই কবে থেকে। আমাদের সুখে-দুঃখে জীবনের আপদে-বিপদে তিনিই শক্তি। প্রেরণার উৎস। আমাদের আবেগ অনুভূতি চেতনার অস্তিত্বজুড়েই তিনি। একসময় তাকে ভক্তির সঙ্গে ঈর্ষাও করেছি। কী বিরল প্রতিভা পৃথিবীর বুকে। শত বছরেও তিনি শক্তিধর উজ্জ্বল। কতো বিদুষী সুন্দরীই না এ মহান লেখকের প্রেমে পড়েছেন যুগে যুগে। ভক্ত হয়েছেন। মুগ্ধ হয়েছেন।

করোনাকালে আমি আর তাকে নয়, ঈর্ষা করি আমাদের কিছু মন্ত্রীকে। কী অসাধারণ বাণী তারা রোজ দেন। করোনা কোনো ভয়ানক রোগ নয় থেকে কতো বাণী গণমাধ্যম হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। আর তাদের অমন মিষ্টি কথার আশা ও জাদুতে কতো নারী তাদের ভক্ত হন, প্রেমে পড়েন। আমি তখন সব ভুলে আমাদের দার্শনিক এ সব মন্ত্রীর প্রতি ঈর্ষাবোধ করি। আর জনগণ তাদের কথায় মুগ্ধ হয়ে আনন্দচিত্তে লকডাউন ভাঙেন। মানেন না সামাজিক দূরত্বের বিধিনিষেধ সচেতনতা। আমরা যে করোনার চেয়েও শক্তিশালী কবিগুরু। ফেসবুক থেকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here