করোনা: এবার প্রাণ দিলেন পুলিশ কর্মকর্তা

0
65
করোনা ভাইরাসে পুলিশ কর্মকর্তার মৃত্যু ইন্সপেক্টর রাজু আহম্মেদ। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
করোনাযুদ্ধে এবার প্রাণ দিলেন পুলিশ কর্মকর্তা। রবিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই পুলিশ কর্মকর্তার নাম রাজু আহম্মেদ। তিনি পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন। তথ্যটি নিশ্চিত করেছেন রাজারবাগ পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। তিনি জানান, ২ মে অসুস্থবোধ করায় করোনার পরীক্ষা করান রাজু আহম্মেদ। পরীক্ষায় তার করোনা পজিটিভ এলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। এতোদিন তিনি আইসিইউতে ছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। রাজু আহম্মেদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি পাঠিয়েছে পুলিশ। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের ১৩ সদস্য মারা গেলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here