করোনা তান্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ উদযাপন

0
121
করোনাভাইরাসে আমেরিকার সব চেয়ে ক্ষতিগ্রস্ত শহর নিউ ইয়র্ক-এ স্বাস্থ্যকর্মীদের সম্মানে ভবনে লাল আলো-বিবিসি

বাংলা খবর ডেস্ক:
করোনা তান্ডবের মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রবাসীদের ঈদ উদযাপন হচ্ছে। ইতোমধ্যে এ দেশটিতে ২৬৪ প্রবাসীর মৃত্যুতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। ঈদের আনন্দের বদলে চারপাশে চাপা কষ্ট। যারা বেঁচে আছেন, টেলিফোনে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন একে অপরকে। আজ নিউইয়র্ক প্রবাসী একাধিক বাংলাদেশী বাংলা খবরকে জানান, অন্যান্য ঈদের আগের দিন রাতে জ্যাকসন হাইটস এলাকা থাকতো প্রবাসী বাংলাদেশীদের মিলনমেলা। হাতে মেহেদী পড়া, শপিং সব মিলিয়ে হাজার হাজার বাংলাদেশীর পদচারনায় মুখরিত থাকতো জ্যাকসন হাইটস। অথচ ঈদের আগের দিন শনিবার রাত কেটে গেছে নীরবতায়। এলাকায় গ্রোসারীগুলোতে হাতেগোনা কিছু প্রবাসীকে দেখা গেছে।
করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপন প্রসঙ্গে বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি রুহুল আমিন বলেন, বেশ নাজুক অবস্থার মধ্যে আমরা এবারের ঈদ উদযাপন করছি। এত মৃত্যুর মধ্যে কারো মনে আসলে আনন্দ নেই। যারা করোনায় মারা গেছেন সেসব পরিবার এবং তাদের স্বজনরা বেশ আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। রুহুল আমিন জানান, আজকে নিউইয়র্ক সিটির সবজায়গায় মসজিদ বন্ধ থাকলেও দু’এক জায়গায় বিশেষ ব্যবস্থায় মসজিদে সকল নিয়ম-কানুন মেনে ঈদের জামাত আদায় হয়েছে। তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশীদের দাফন করতে এ পর্যন্ত সোসাইটির পক্ষ থেকে মোট ১৩০ টি কবরের জায়গা দান করা হয়েছে। এছাড়া অসহায় অনেক পরিবারকে নানাভাবে সহায়তা করেছে সোসাইটি। তিনি জানান, প্রবাসীরা চলাফেরায় আগের চেয়ে এখন অনেক সচেতন।

এদিকে ২৩ মে যুক্তরাষ্ট্রে এক দিনে করোনায় সংক্রমিত ৪৩ হাজার মানুষ সুস্থ হয়েছেন। এটি এক দিনে সর্বোচ্চ সুস্থ হওয়ার রেকর্ড। এর আগে ১২ মে এক দিনে সুস্থ হয়েছিলেন ৩৪ হাজার। আমেরিকায় করোনাভাইরাস মধ্য মার্চ থেকে নাজুক পরিস্থিতিতে চলে আসে, এরপর সুস্থ হওয়ার চিত্র ছিল খুবই হতাশাজনক। নিউইয়র্কে শনাক্ত প্রায় ৩ লাখ ৬৯ হাজার মানুষ। আর প্রবাসী বাংলাদেশী সহ মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here