করোনায় আ.লীগের সাবেক সাংসদ হাজী মকবুলের মৃত্যু

0
134
করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা হাজী মকবুল হোসেন। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক, ঢাকা:
আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ হাজী মকবুল হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহির……রাজিউন)। রোববার রাত ৯টার কিছু পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। পারিবারিক সূত্র জানায়, হাজী মকবুল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মকবুল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ধানমন্ডি-মোহাম্মদপুর আসন থেকে নির্বাচিত হন। ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল।
হাজী মকবুলের পরিবারের এক সদস্য জানান, করোনা মহামারির মধ্যে মকবুল হোসেন ঢাকা, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহায়তা মানুষের মধ্যে নিয়মিত ত্রাণ বিতরণ করছিলেন সাবেক এই সাংসদ। গত ১৪ মে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই সদস্য জানান, হাজী মকবুলের স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রধানমন্ত্রীর শোক:
ওদিকে আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here