আজ ভারতে আঘাত হানবে ‘নিসর্গ’!

0
105
ফাইল ফটো

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
আজ বুধবার (৩ জুন) আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। মঙ্গলবার ভারতের আবহাওয়া অফিসের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্রই এই আভাস দিয়েছেন।

তিনি বলেছিলেন, আগামীকাল বুধবার (৩ জুন) গুজরাট ও মহারাষ্ট্রের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ রূপে অবস্থান করছে। তবে ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে। খবর এনডিটিভির।

এদিকে আজ ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

‘নিসর্গ’এর কারণে এরই মধ্যে ভারতের দুই রাজ্য গুজরাট ও মহারাষ্ট্রে প্রি-সাইক্লোন অ্যালার্ট জারি করা হয়েছে।

এই ঘূর্ণিঝড়টি প্রসঙ্গে এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান বলেছেন, আশা করা হচ্ছে, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতা স্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

এদিকে কিছুদিন আগেই ভারত-বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এতে দুই দেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকার। তবে এবার সেই ধাক্কা সামলে উঠার আগেই আসছে আরও একটি ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here