উত্তেজনা নিরসনে বৈঠকে রাজি চীন-ভারত

0
104
ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
নিজেদের মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও চীন। শনিবার লাদাখ ইস্যুতে সেনা পর্যায়ের বৈঠক হবে বলে সিদ্ধান্ত নিয়েছে তারা। গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে দেশ দুটি। এরপর শীর্ষ পর্যায়ে আলোচনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

আলোচনার অনুরোধ প্রথমে ভারতের তরফ থেকে চীনের কাছে যাওয়ার পর চীন ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছে। দুই দেশের সীমান্তবর্তী ভারতের অন্তর্গত চুশুল-মোলদো এলাকায় এই বৈঠক হবে। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। দুই দেশ যে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে তা ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে লাদাখ ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার স্থানীয় স্তরে কথা হয়েছে। কিন্তু কোনও বৈঠকেই ফলপ্রসু কিছু উঠে আসেনি। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর দুই দেশের মধ্যে এত গুরুতর সংঘাত এর আগে দেখা যায়নি। ২০১৭ সালে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারত ও চীনের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here