রাজধানী ওয়াশিংটন অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা

0
138
ছবি: এএফপি

বাংলা খবর ডেস্ক,নিউইয়র্ক:
ব্রুকলিনে জর্জ ফ্লয়েডের স্মরণসভায় দাঁড়িয়ে নাগরিক আন্দোলনের নেতারা রাজধানী ওয়াশিংটন অভিমুখে যাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন। ২৮ আগস্টকে সামনে রেখে সমস্ত আমেরিকা থেকে নাগরিক আন্দোলনের লোকজন ওয়াশিংটন অভিমুখে যাত্রা করবেন। এ যাত্রায় জর্জ ফ্লয়েডসহ পুলিশের হাতে নিহত মানুষের স্বজনরা নেতৃত্ব দেবেন। মার্টিন লুথার কিং যেখানে দাঁড়িয়ে ১৯৬৩ সালের ২৮ আগস্ট তাঁর ঐতিহাসিক ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতাটি করেছিলেন, সেখানে আবার দাঁড়াবেন আমেরিকার বঞ্চিত মানুষজন। ঘোষণা করবেন নতুন দিনের ইশতেহার। গতকাল এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কারফিউ ভেঙ্গে টানা অষ্টম দিনের মতো নিউইয়র্কসহ আমেরিকার সর্বত্র উত্তাল আন্দোলনে সর্ব বর্ণের মানুষ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আবারও উচ্চারণ করেছে, ‘আমরা বিচার চাই।’ জর্জ ফ্লয়েডকে স্মরণ করার জন্য মিনিয়াপোলিস থেকে নিউইয়র্ক পর্যন্ত স্মরণসভা হচ্ছে। ফুলে ফুলে ভরে ওঠা কাস্কেট (শববাহী বাক্স) সামনে রেখে জর্জের স্বজনেরা শ্রদ্ধা জানাচ্ছেন। বক্তৃতা করছেন নাগরিক আন্দোলনের নেতারা।

গতকাল বৃহস্পতিবার ব্রুকলিনের স্মরণসভায় দাঁড়িয়ে ওয়াশিংটন ডিসি অভিমুখে পদযাত্রার ঘোষণা করেন নাগরিক আন্দোলনের নেতা আল শার্পটন। তিনি বলেন, ‘২৮ আগস্ট আমরা যাব ওয়াশিংটনের লিংকন মূর্তির ছায়াতলে। সেখানে দাঁড়াব, যেখানে মার্টিন লুথার কিং দাঁড়িয়েছিলেন। সাদা, কালো, হিস্পানিক, আরব—সবাই দাঁড়িয়ে আমরা আবারও লুথার কিংয়ের স্বপ্নের পুনঃপ্রতিশ্রুতি ঘোষণা করব।’

আল শার্পটন বলেন, ‘২৮ আগস্ট ওয়াশিংটন যাত্রার মধ্য দিয়ে আমরা আগামী ভোটের জন্য প্রস্তুত হব। কেবল হোয়াইট হাউস দখলের ভোট নয়, প্রতিটি স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে পরিবর্তন আনার জন্য আমরা শপথ নেব।’ হাজারো ক্ষুব্ধ জনতার সামনে চলমান সময়ের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ নাগরিক আন্দোলনের নেতা আল শার্পটন ঘোষণা দেন, ‘আমরা সময়কে বদলে দেবো।’

প্রেসিডেন্ট ট্রাম্পের বাইবেল হাতে নিয়ে ছবি তোলার সমালোচনা করে আল শার্পটন বলেন, ‘কেউ একজন বাইবেল হাতে নিয়ে ছবি দিয়েছেন।’ বালক বয়স থেকে নিজে বাইবেল পাঠ করার কথা উল্লেখ শার্পটন বলেন, ‘এমন করে কেউ বাইবেল হাতে ধরে না। আমরা বাইবেলকে এমন করে ব্যবহার করি না।’

আমেরিকার সমস্ত বড় বড় নগরী ছাড়াও প্রান্তিক নগরীগুলোতেও বিক্ষোভ সমাবেশ চলেছে। নিউইয়র্কসহ কিছু কিছু নগরীতে বিচ্ছিন্ন লুটপাটের ঘটনা ঘটলেও আন্দোলনকারীরা গত কয়েক দিনের টানা ঘটনায় অনেকটাই সচেতন। বিক্ষোভের মিছিল থেকে লুটপাটের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভাকারীদের পুলিশ কোথাও বাধা দিচ্ছে না। সমাবেশ বিশৃঙ্খল হলেই পুলিশ এগিয়ে আসছে। ধাক্কাধাক্কি হচ্ছে। গ্রেপ্তারের ঘটনা ঘটছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here