বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়াল

0
149
প্রতীকী ছবি

বাংলা খবর ডেস্ক:
গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই।

এদিকে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। সর্বশেষ তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে মোট চার লাখ ২৪৬ জন মানুষ মারা গেছেন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ২৩ হাজার ২৫২ জন। সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮৯ হাজার ২০৪ জন।

করোনায় সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন করোনাভাইরাস দেখা দেওয়ার পর পাঁচ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।
করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ১১ হাজার ৭৭২ জন মানুষ মারা গেছে। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ৪৬৫ জন। আর ব্রাজিলে মৃতর সংখ্যা ৩৫ হাজার ২১১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here