আরও পরীক্ষা করালে ভারত ও চীনে করোনা আক্রান্তের সংখ্যা আমেরিকার থেকে বেশি থাকত:‌ ট্রাম্প

0
111

বাংলা খবর ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ভারত ও চীনে নাকি ঠিকমতো করোনা পরীক্ষা হয়নি। ঠিকমতো পরীক্ষা হলে ভারত ও চিনে মার্কিন মুলুকের থেকেও বেশি রোগীর সন্ধান পাওয়া যেত। অর্থাৎ করোনা অতিমহামারীতে আমেরিকাই যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেকথা কার্যত মানতেই চাইলেন না ট্রাম্প। আমেরিকাতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লক্ষ মানুষ। মারা গিয়েছেন ১ লক্ষ ৯ হাজারের বেশি মানুষ। এদিন ট্রাম্প বলেন, ‘‌আমরা ২ কোটির বেশি মানুষকে টেস্ট করেছি। মনে রাখবেন, যত টেস্ট করা হবে, তত বেশি করোনা আক্রান্ত ধরা পড়বে। আমাদের মতো যদি চীন, ভারত বা অন্যান্য দেশও টেস্ট করাত, তাহলে সেখানে আরও অনেক করোনা পজিটিভ ধরা পড়ত।’‌ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‌কোভিড ১৯ আমাদের শত্রু। এই শত্রু এসেছে চীন থেকে। চীনেই তাকে থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি।’‌ মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, করোনার মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমেরিকা সর্বশক্তি দিয়ে লড়ছে। তাঁর কথায়, ‘‌দ্রুত ভ্যাকসিন তৈরি করার জন্য আমরা সবরকম প্রশাসনিক বিধিনিষেধ সরিয়ে নিয়েছি। ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া এগিয়ে চলেছে জোর কদমে।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here